রেলওয়ের খালাসি পদে আড়াই লাখ প্রার্থীর পরীক্ষা ২৫ নভেম্বর

রেলওয়ের খালাসি পদে আড়াই লাখ প্রার্থীর পরীক্ষা ২৫ নভেম্বর

 

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে বাছাই পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে এ পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খালাসি পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৭২৬ জন। রাজধানীর ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৭০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আজ বৃহস্পতিবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করা যাবে। প্রবেশত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর অর্থাৎ সকাল ১০টার পর কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তি অনুসারে, খালাসি পদে নেওয়া হবে ১ হাজার ৮৬ জন। পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।

খালাসি পদে বাছাই পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস এই লিংক থেকে জানা যাবে।

By serajob

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *