বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ১০ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ পদের মধ্যে ৬টি পদের পরীক্ষা ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাকি পদগুলোর পরীক্ষা ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৩ জানুয়ারি যেসব পদের পরীক্ষা হবে সেগুলো হলো সহকারী ব্যবস্থাপক, রক্ষণাবেক্ষণ (তড়িৎ ও যান্ত্রিক), সহকারী ব্যবস্থাপক (সিভিল), সহকারী ব্যবস্থাপক (আর্কিটেকচার), সহকারী ব্যবস্থাপক (পরিবহন), সহকারী ব্যবস্থাপক (সিএসই/এমআইএস) ও সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন)।
২০ জানুয়ারি যেসব পদের পরীক্ষা হবে সেগুলো হলো সহকারী ব্যবস্থাপক (বিপণন), সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা), সহকারী ব্যবস্থাপক (প্রাণী চিকিৎসা) ও সহকারী ব্যবস্থাপক (মাননিয়ন্ত্রণ)।
সব পদের পরীক্ষা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
আবেদনকারী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।