বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ন্যাশনাল এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ন্যাশনাল এক্সপার্ট (জাস্টিস ফর চিলড্রেন-চাইল্ড প্রটেকশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও মনিটরিংয়ে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে চাইল্ড প্রটেকশন, জাস্টিস ফর চিলড্রেন অ্যান্ড লিগ্যাল রিফর্মস বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৪,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com-এ ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২২।