বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী প্রকল্প ব্যবস্থাপক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে পাবলিক হেলথ বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মসূচিতে কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপন, প্রশিক্ষণ আয়োজন ও সহায়তাকরণ এবং যোগাযোগ বিষয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা ও কম্পিউটার ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
বেতন: সাকল্যে মাসিক বেতন ৬০,০০০ টাকা। এ ছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২২।