বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ৮ ক্যাটাগরির পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ৭ ক্যাটাগরির কর্মকর্তা পর্যায়ের মৌখিক পরীক্ষা ও একটি পদের সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার মানসুরা আহমেদ স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিসির কনিষ্ঠ প্রকৌশলী (মেকানিক্যাল), কনিষ্ঠ প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), পরিকল্পনা অফিসার, আইন অফিসার, ক্রয় অফিসার, প্রকৌশল তত্ত্বাবধায়ক (মেকানিক্যাল) ও সহকারী নিরীক্ষা অফিসারের শূন্য পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৭ জানুয়ারি মৌখিক পরীক্ষার দিন ধার্য ছিল। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরীক্ষা স্থগিত করা হলো।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিসির গ্রিজার পদে জনবল নিয়োগে গত ২১ ফেব্রুয়ারি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদের চলমান নিয়োগ কার্যক্রম নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।