ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তিনটি পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো—ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন পদের শারীরিক যোগ্যতা পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাঠে শারীরিক যোগ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানার বিভাগ অনুযায়ী পরীক্ষা হবে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, মাস্ক পরে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শারীরিক যোগ্যতা পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।