বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থীরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ (মানোন্নয়নকারী) ইনডেক্সধারী শিক্ষক ফোরাম মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ইনডেক্সধারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী এবং ১৬তম নিবন্ধন (স্কুলপর্যায়) পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধন সনদধারী। আমরা এনটিএআরসিএর দেওয়া নিবন্ধন সনদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়ে নিজের জেলা থেকে অনেক দূরে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। পরবর্তী সময়ে আমরা একই বিষয়ে ১৬তম নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মহামারি করোনাভাইরাসের প্রায় চার বছর কোনো বিজ্ঞপ্তিতেই অংশগ্রহণের সুযোগ পাইনি।’
মো. মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে আরও বলেন, ‘১৬তম নিবন্ধন পরীক্ষায় আমাদের প্রত্যেকের মার্ক ও মেরিট পজিশন এগিয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর শিক্ষক নিয়োগ নীতিমালার ৭ নম্বর বিধি সাময়িকভাবে স্থগিত করেছে। এ কারণে আসন্ন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধন সনদ দিয়ে আমাদের আবেদন করা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কাছে দাবি জানাচ্ছি, ১৬তম নিবন্ধন সনদ দিয়ে অন্তত একবার যেকোনো শর্তে (ইনক্রিমেন্ট, অভিজ্ঞতা ও পূর্বের ইনডেক্স নম্বর বাতিল করে ফ্রেশার হিসেবে) আমাদের আবেদন করার সুযোগ দেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ (মানোন্নয়নকারী) ইনডেক্সধারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।