সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস ফাউন্ডেশন বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- পদের নাম: লজিস্টিকস বেজ ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লজিস্টিকস, সাপ্লাইট, আইটি, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ প্রফেশনাল ডিপ্লোমা থাকতে হবে। কোনো সংস্থায় সমপদে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফ্লিট অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, ওয়্যারহাউস বা স্টক ম্যানেজমেন্ট, ইক্যুইপমেন্ট ম্যানেজমেন্ট, প্রিমিসেস ম্যানেজমেন্ট, রিপোর্টিং অ্যান্ড ক্যাপিটালাইজেশন ও বাজেট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। রিপোর্ট রাইটং ও যোগাযোগে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৮৬,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি। এ ছাড়া স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৩।